বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

পরিবেশ দূষণ রোধে ঢাকা সিটি কর্পোরেশনের পাশে তরুণ সমাজ

এক কালের ঐতিহ্যের শহর ঢাকা এখন এক বাক্যে দূষণের শহর।আমরা ঢাকা বাসীরাই আমদের প্রিয় শহরটিকে সপে দিয়েছি দূষণের আধার জগতে।আর এর ফলে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি এই আমরাই।ঢাকা সিটি কর্পরেশন তাদের বিভিন্ন কা্র্যক্রমের মাধ্যমে এই দূষন রোধের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র তাদের প্রচেষ্টাই যথেষ্ট নয়। এগিয়ে আসতে হবে আমাদের মত সাধারণ জনগনদেরকেও, বিশেষ করে তরুণ সমাজদের।এই কার্যক্রম আমরা শুরু করতে পারি আমদের নিজ এলাকা, নিজ শিক্ষাপ্রতিষ্ঠান আথবা নিজ় কর্মস্থ্ল হতে।এর জন্য সবার আগে আমদের যা ক্রতে হবে তা হল সাধারন জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি করা।
ঢাকার পরিবেশ দূষণ রোধে আমাদের দায়িত্ব সম্পর্কে মানুষ কে সচেতন করতে আমরা ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির ছাত্ররা বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছি। আমাদের প্রাথমিক কার্যক্রম শুরু হবে আমাদের ইউনিভার্সিটি এবং এর আশেপাশের এলাকা সমূহ থেকে।মূলত আমরা ৩ টি বিষইয়ের উপর বিশেষ ভাবে কাজ করতে যাচ্ছি।সেগুলো হলঃ
  • পানি দূষণ
  • বায়ু দূষণ
  • শব্দ দূষণ

1 টি মন্তব্য: